"আহা, কি সুন্দর দেখা গেল"- বায়োস্কোপ দেখার বিখ্যাত বুলি এটি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা কিছু ঘটছে, তা দেখে এই মন্তব্যটিই মনে আসল।
আসলেই যেসব ঘটনা ঘটে চলেছে, তাতে মনে হচ্ছে -
তুমি মা কল্পতরু
আমরা ভুষি পেলেই খুশি হব"
সময় ও সমাজ অনুধ্যান
"আহা, কি সুন্দর দেখা গেল"- বায়োস্কোপ দেখার বিখ্যাত বুলি এটি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা কিছু ঘটছে, তা দেখে এই মন্তব্যটিই মনে আসল।
আসলেই যেসব ঘটনা ঘটে চলেছে, তাতে মনে হচ্ছে -
আহা, সাম্প্রতিক ঘটিয়া যাওয়া যাবতীয় ঘটনাবলী প্রদর্শনপূর্বক আমরা মুগ্ধ হইলাম। আহা, কি রাজনীতি? সত্যিই বুদ্ধির বলিহারি যাই।
আমরা গণ্ডমূর্খ। অতটা কি আর বোধগম্য হয়। বুদ্ধির ক্যারিকেচার কি আমাদের মগজে প্রবিষ্ট হইতে পারে? আমরা জনগণ। হ্যাঁ, আমরা জনগণ মাত্র। এর বেশি আমাদের আর কোন পরিচিতি নাই।
সত্যিই দেশের কথা ভেবে লাভ নাই। কারণ সিদ্ধান্ত নেবার মালিক আমি না। আমি কোন সৎ ভাবনাকে বাস্তবায়ন করতে পারি না। অন্যের অসততা দেখে প্রতিবাদ করতে পারি না।
শুধু একা একা বসে কাঁদতে পারি। আর পারি ওদেরকে ঘৃণা করতে।
অত:পর সিদ্ধান্ত হইল যে আমরা কোন কিছু আলোচনা করিতে আর ইচ্ছুক নহি। আমাদের চক্ষের সম্মুখে তাহার অপরাধ করিয়া যাইতে থাকিবে, আমাদের গৃহের দ্রব্যাদি তাহারা চৌর্যবৃত্থি করিয়া লইয়া যাইতে থাকিবে, আমাদিগের মাতা-ভগ্নির সম্ভ্রমহানি করিতে থাকিবে আর আমরা নির্ণিমেষ তাকিয়ে থাকিবো। কোনরকম বাক্যব্যয় করিব না। আমাদিগের মননশীলতায় এই দূর্দৈব কোনরকম বিপত্তি সৃষ্টি করিবে না। কারণ আমরা শান্তিপ্রিয় জাতি। আমরা বিশ্বের দরবার হইতে শান্তিতে নোবেল পুরস্কার হস্তগত করিয়াছি। ইহা আমরা কিরূপে বিস্মৃত হইব। আমাদের প্রতিবাদ বা প্রতিরোধ মানসিকতায় কি আমাদিগের শান্তিপ্রিয় তকমার সম্মানহানি হইবে না?