Bangladesh 1971

Bangla Help

11,
Jun
2008

অত:পর

অত:পর সিদ্ধান্ত হইল যে আমরা কোন কিছু আলোচনা করিতে আর ইচ্ছুক নহি। আমাদের চক্ষের সম্মুখে তাহার অপরাধ করিয়া যাইতে থাকিবে, আমাদের গৃহের দ্রব্যাদি তাহারা চৌর্যবৃত্থি করিয়া লইয়া যাইতে থাকিবে, আমাদিগের মাতা-ভগ্নির সম্ভ্রমহানি করিতে থাকিবে আর আমরা নির্ণিমেষ তাকিয়ে থাকিবো। কোনরকম বাক্যব্যয় করিব না। আমাদিগের মননশীলতায় এই দূর্দৈব কোনরকম বিপত্তি সৃষ্টি করিবে না। কারণ আমরা শান্তিপ্রিয় জাতি। আমরা বিশ্বের দরবার হইতে শান্তিতে নোবেল পুরস্কার হস্তগত করিয়াছি। ইহা আমরা কিরূপে বিস্মৃত হইব। আমাদের প্রতিবাদ বা প্রতিরোধ মানসিকতায় কি আমাদিগের শান্তিপ্রিয় তকমার সম্মানহানি হইবে না?

0 comments: